
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে নিষিদ্ধ গরান গাছ কাটার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন টহল ফাঁড়ির সদস্যরা। শনিবার (১১ মার্চ) কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন সকাল ৯টার দিকে সুন্দরবনে সাপখালী খাল থেকে নৌকাভর্তি কাঠসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের বেলাল গাজী, সাইফুল খান ও তরিকুল।
ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, শনিবার সকালে সুন্দরবনে গরান গাছ কাটা হচ্ছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে একটি নৌকা, দা, কুড়াল এবং নিষিদ্ধ ২৫০টি গরান কাঠ উদ্ধার করা হয়।
স্বাআলো/এস
.
Author
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
