
বাগেরহাটের শরণখোলায় পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খাদিজা একই গ্রামের তানভীর হোসেন মিজান মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য ও খাদিজার ফুফা হারুন-অর-রশিদ জানান, খাদিজা সামান্য হাঁটতে শিখেছে মাত্র। সকালে বাড়ির উঠানে খেলছিলো, কিন্তু হঠাৎ করে সবার চোখের আড়ালেই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে মেয়েটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান ও নিথরাবস্থায় খাজিদাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস
.
Author

আজাদুল হক, বাগেরহাট
