
যশোর শিক্ষাবোর্ডে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) শিক্ষাবোর্ডের ব্যাডমিন্টন গ্রাউন্ডে পুরস্কার বিতরণ করা হয়।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, শিক্ষাবোর্ড মডেল স্কুল অন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম ও যশোর কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ড. শামীমা সুলতানা।
শিক্ষাবোর্ডের ক্রীড়া অফিসার আফম আশাফুদ্দৌলার সভাপতিত্বে ও কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চলনায় বক্তব্য কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে শিক্ষাবোর্ডের কর্মচারি-কর্মকর্তাদের সন্তানদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
