
চুয়াডাঙ্গা উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবজালুর রহমান ধীরুর কর্মীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে শনিবার (১১মার্চ) বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান প্রার্থী আবজালুর রহমান ধীরু সাংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, আগামী ১৬ মার্চ উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকে ভোট চাওয়া ও প্রচার-প্রচারণা চালানোর সময় গত শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ১৫/১৬ টি মোটরসাইকেলযোগে একদল বহিরাগত দূর্বৃত্ত রামদা ও হকিস্টিকসহ আমার বাড়ির সামনে মহড়া দেয় ও আমাকে গালাগালিসহ আমার বাড়ির প্রাচীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং বহিরাগত দূর্বৃত্তরা উথলী গ্রামবাসী, আমার সমর্থক আকাশ, সাহাঙ্গীরসহ ছয়জনকে মারধর করে গুরুতর আহত করে এবং দূর্বৃত্তরা ভোটের মাঠে গেলে খুঁন গুম করার হুমকি দেয়।
আহতদের মধ্যে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে আকাশের বাম হাতের তিনটি আঙুলের শির কেটে যায়। তাকে গত রাতেই চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় জীবননগর থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে এবং শনিবার (১১ মার্চ) বিকালে লিখিত অভিযোগ এবং রবিবার (১২ মার্চ) জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হবে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবজালুর রহমান ধীরু তার বক্তব্যে বহিরাগতদের হামলার তীব্র প্রতিবাদ জানান ও সুষ্ঠু নির্বাচনের দাবিসহ যানমালের নিরাপত্তার দাবি করেন।
সাংবাদ সম্মেলনে উথলী ইউনিয়ন পরিষদের ভোটার আব্দুর রাজ্জাক, সাহাঙ্গীর হোসেন, আকাশ, আহাদ আলী, মতিয়ার রহমান, সাবদুল, বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস
.

মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
