খাতা চ্যালেঞ্জ: কারিগরিতে ফেল থেকে পাস করলেন ৩৫৮ শিক্ষার্থী

সদ্য প্রকাশিত কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফল চ্যালেঞ্জ করে ৩৯৭ জনের ফল পরিবর্তন হয়েছে। চ্যালেঞ্জ করেছিলেন ৩ হাজার ৮৮৬ শিক্ষার্থী। প্রকাশিত ফলে ফেল ছিলো, তারপর খাতা চ্যালেঞ্জ করে নতুন করে পাস করেছেন ৩৫৮ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯ জন।

রবিবার (১২ মার্চ) কারিগরি শিক্ষাবোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এইচএসসি: যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ২৫ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৪৩

এর আগে শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১০টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি বোর্ডের প্রকাশ করা হয়। সেখানে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩১৫ জন শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন একজন এবং ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩৯৯ জন শিক্ষার্থী। এছাড়াও বিভিন্ন গ্রেডে আরো ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

স্বাআলো/এসএ