কাচ্চি বিরিয়ানিতে খাসির বদলে অন্য প্রাণির মাংস, সুলতান’স ডাইনের বিষয়ে সিদ্ধান্ত কাল

কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের বদলে অন্য প্রাণির মাংস দেয়ার অভিযোগ ওঠার পর অভিজাত রেস্তোরাঁ সুলতান’স ডাইনে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষও প্রতিষ্ঠানটির গুলশান শাখায় অভিযান চালায়। ওই অভিযানে সেখানকার কর্মীদের কথাবার্তায় সন্দেহ হয় ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের।

এ পুরো বিষয়ের ব্যাখ্যা দেয়ার জন্য আগামীকাল সোমবার (১৩ মার্চ) মাংস সরবরাহকারীসহ সুলতান’স ডাইন কর্তৃপক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। ওইদিন অভিজাত রেস্তোরাঁটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সোমবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ওই শুনানি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ওইদিনই এ বিষয়ে রায় দেয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক মঞ্জুর শাহরিয়ার।

২ মার্চ রাজধানীর গুলশানে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাত প্যাকেট সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি কিনে আনেন। গুলশান শাখা থেকে আনা সেই বিরিয়ানি খাওয়ার একপর্যায়ে খাসির মাংস নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তারা ওই শাখার নম্বরে কল করেন।

পরবর্তীতে দুইজন লোক নতুন খাবারের প্যাকেট নিয়ে আসেন। ওই সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

স্বাআলো/এসএ

.

Author
ঢাকা অফিস