রাবি ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলানোর পাশাপাশি উপাচার্য বাসভবনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় অবস্থানে বসেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টায় অবস্থান কর্মসূচি থেকে সরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাবাস বাংলাদেশ মাঠে আলোচনায় বসেন শিক্ষার্থীরা।

থমথমে বিনোদপুর: উত্তাল রাবি, প্রশাসনিক ভবনে তালা

এর আগে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা দিয়ে এ বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিলটা সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তুলেন ক্যাম্পাস। পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে বসে এসে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

স্বাআলো/এস

.

Author
রাজশাহী ব্যুরো