অনুমতি ছাড়াই কমিটি গঠন, বাতিল করলো কেন্দ্রীয় যুবলীগ

কেন্দ্রের অনুমতি ছাড়াই গঠিত ময়মনসিংহ সদর উপজেলা ও দুটি ইউনিয়ন যুবলীগের কমিটি বাতিল করা হয়েছে।

রবিবার (১২ মার্চ) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের অনুমতি ব্যতীত গত ১৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শওকত উসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু এবং এইচ এম ফারুক সদর উপজেলা যুবলীগের কমিটি গঠন করেন। যা সংগঠনের গঠনতন্ত্রবিরোধী, ভিত্তিহীন, অনৈতিক এবং তাদের এখতিয়ারবহির্ভূত।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল নিয়মবহির্ভূতভাবে গঠিত সদর উপজেলা কমিটি বন্ধের নির্দেশ দিয়েছেন এবং আগের কমিটি পুনর্বহাল করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অবৈধভাবে গঠিত সদর উপজেলার ওই কমিটি ৬ নং চর ঈশ্বরদীয়া ও নিলক্ষীয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করে। তাই এ দুই ইউনিয়নের কমিটিও বাতিল করা হয়েছে।

স্বাআলো/এসএ