বিকেলে আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ ব্যবধানে জিতে মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার টুর্নামেন্টের জমজমাট লড়াইয়ে লাল-সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে আর্জেন্টিনার।

হ্যাটট্রিক শিরোপার মিশনে আর্জেন্টিনার সঙ্গেও নিজেদের দাপট ধরে রাখতে চায় লাল-সবুজের ছেলেরা।

অন্যদিকে ইরানের কাছে হার দিয়ে আসর শুরু করেছে আর্জেন্টিনা। তাই এই ম্যাচে জয় নিয়ে ঘুরে দাঁড়াতে চায় ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসর এটি। ২০২১ সালে পাঁচটি দেশ ও ২০২২ সালে আটটির পর এবার ১২টি দেশ দুটি গ্রুপে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

গ্রুপ এ’তে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড ও পোল্যান্ড এবং গ্রুপ বি’তে রয়েছে কেনিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

স্বাআলো/এস

.

Author
স্পোর্টস ডেস্ক