আধুনিক ভবন নির্মাণ হবে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে: এমপি বীরেন শিকদার

মহম্মদপুর ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কাজের পাশাপাশি আধুনিক ভবন নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের ছোঁয়া এখন শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। যদি এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান, তাহলে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। সবাইকে ঐক্য হয়ে কাজ করতে হবে। জননেত্রীর শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। যারা এখনো মনে করে বাংলাদেশ পাকিস্তান হবে। তারা আসলেই ঘোরের মধ্যে আছে। এরা মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতাতে বিশ্বাস করে না। দেশের উন্নয়ন দেখলে এদের বুকে রক্তক্ষরণ হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে আলোচনা সভায় এ সব কথা বলেন প্রধান অতিথি সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেবী নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায়, মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, মহম্মদপুর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুল ইসলাম খান, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপ, মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সুজন মাহমুদসহ অন্যরা।

আলোচনা সভা শেষে সন্ধ্যায় স্থানীয় ও ঢাকার শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশ করেন এবং বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

স্বাআলো/এসএ

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি