রাজনৈতিক চমকের নাম রাদওয়ান সিদ্দিক ববি? যা বললেন প্রধানমন্ত্রী

গত ৭ মার্চ (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে ধানমন্ডিতে নানার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাদওয়ান সিদ্দিক ববি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে ববির শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা শুরু হয় তিনি কী রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? তবে আওয়ামী লীগ সভাপতি ও ববির খালা শেখ হাসিনা সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানালেন, ৭ মার্চ তার শ্রদ্ধা নিবেদনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

গতকাল সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। কাতার সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান- ববির শ্রদ্ধা নিবেদনের ঘটনা রাজনৈতিক কোনো চমকের পূর্বাভাস কি না।

জবাবে শেখ হাসিনা বলেন, ৭ মার্চ ববির ফুল দিতে দিতে গিয়েছে আমাদের পরিবারের পক্ষ থেকে। তবে এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা এম্বিশন নিয়ে যায়নি। আপনারা জানেন, আমার এবং আমার ছোট বোন রেহানার পাঁচটা ছেলে মেয়ে। ওরা কিন্তু আপনাদের জন্য, দেশের জন্য কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, ইয়াং বাংলা বলেন, স্টার্ট আপ বলেন, যা যা আছে, যত রকমের গবেষণা আছে ওরা কিন্তু কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। দক্ষ জনশক্তি গড়ে তোলার পেছনে ওদের কিন্তু অবদান আছে। ওটিজম নিয়ে কাজ করছে। সবাই কিন্তু দেশের জন্য কাজ করছে। কিন্তু তেমন কোনো উদ্দেশ্য নিয়ে করে নাই। এখন পর্যন্ত কোনো দলের সদস্যও করেনি। কোনো কিছুর মধ্যে তারা আসে না। তারা রাজনৈতিক অভিলাস নিয়ে এসব করে না। জনগণ ও দেশের স্বার্থে করে।

স্বাআলো/এসএ

.

Author
ঢাকা অফিস