খাজুরা এম এন খান স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে যশোরের খাজুরা এম এন খান মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকালে জাতীয় সংগীত পরিবেশন, ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর জঁমকালোভাবে সংগীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম।

প্রতিষ্ঠানের সভাপতি ও লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল খান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন, ইছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন ও হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক।

বক্তব্য রাখেন খাজুরা সিরাজউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, খাজুরা মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ওয়াজির আলী, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক দাউদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, বীর মুক্তিযোদ্ধা ইসাহক আলী ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুন্নাহার।

অনুষ্ঠানে ৫৬টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর