
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাড়ির সামনে জমিতে মাটি কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই কৃষক।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন বিকেল ৪টায় উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ব্যক্তি উপজেলার হেলুচিয়া গ্রামের মৃত. রজব আলীর ছেলে রেহেন মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকলে বাড়ির সামনের জমিতে কয়েকজনকে নিয়ে মাটি কাটছিলেন কৃষক রেহেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে রেহেন গুরুতর আহত হয়। এ সময় উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রেহেনের সঙ্গে থাকা দুইজন সামান্য আহত হয়েছেন। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক বলেন, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিষয়ে এখনো পুরো তথ্য পায়নি।
স্বাআলো/এস
.
জেলা প্রতিনিধি, নেত্রকোনা
