ঝিকরগাছায় স্ত্রীর সিজারের দিন হাসপাতালে মৌমাছির কামড়ে স্বামীর মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলায় মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ হাসান আকাশ (২৫)।

নিহতের ছোট ভাই রাহুল হোসেন জানান, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাই তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন। মঙ্গলবার ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছির কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদ পাই। পরে আমরা হাসপাতালে গিয়ে দেখি অবস্থা খারাপ। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, মৌমাছি ভাবিকেও কামড় দিয়েছিলো। ভাবি এখন সুস্থ আছেন। মৌমাছির কামড়ের পর ভাই আকাশ স্ট্রোক করে মারা যান। মঙ্গলবার ভাবির সিজার হওয়ার কথা ছিলো।

ডা. রশিদুল আলম জানান, মঙ্গলবার ভোরে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানান। তখন রোগীর অবস্থা খুব খারাপ ছিলো। কিন্তু কেউ বলতে পারেননি কিসে কামড় দিয়েছে। তখনই তিনি মারা যান।

স্বাআলো/এস

.

Author
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি