
ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি যেকোন সময় গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হতে পারেন! এমন শঙ্কা প্রকাশ করে টুইট করেছে বিরাটের নিজ শহর দিল্লির পুলিশ। দিল্লি পুলিশের এমন টুইটে রীতিমত হইচই পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
দিল্লি পুলিশের টুইটারে লেখা হয়, প্রিয় গুজরাট পুলিশ। বিদেশি অতিথিদের এভাবে পেটানোর জন্য আমাদের ঘরের ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না। এখানে বিদেশি বলতে অস্ট্রেলিয়া দলকে বোঝানো হয়েছে। আর পেটানোর অর্থ হল, ব্যাট হাতে অজি বোলারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার রানের ফোয়ারা।
মূলত মজার ছলেই টুইটটি করেছিলো দিল্লি পুলিশ। তাদের এমন রসিকতায় নেটিজেনরা বেশ মজাই পেয়েছেন।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৭৫তম শতরান ও ২৮তম টেস্ট সেঞ্চুরি। ২০১৯ সালের পর প্রায় ১২০৫ দিন, ২৪টি টেস্ট ও ৪২টি ইনিংসের অপেক্ষার পর এসেছে বিরাটের সেঞ্চুরি। যেখানে মাত্র ১৪ রানের জন্য হাতছাড়া হয়েছে দুইশত রান।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে কোহলির এটি ৭৫তম আন্তর্জাতিক শতরান। শচিনের ১০০তম সেঞ্চুরি থেকে আর ২৫ ধাপ দূরে দাঁড়িয়ে আছেন কোহলি। তাছাড়াও ঘরের মাঠে এটি তার ১৪তম টেস্ট সেঞ্চুরি। দেশের মাটিতে ৫০তম টেস্টের ৭৭তম ইনিংসে কোহলি ১৪তম শতরান সংগ্রহ করেন।
স্বাআলো/এসএস
.
স্পোর্টস ডেস্ক
