বন্ধ হয়ে গেলো মাহিন্দ্রা বাংলাদেশ

দীর্ঘদিন আয়-রোজগার না থাকায় শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেলো ভারতীয় অটো জায়ান্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশি ইউনিট।

মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

মাহিন্দ্রার পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর ৩১ মার্চ কার্যক্রম শুরুর পর এমবিপিএলের আয় ছিলো শূন্য। চালুর সময়ে কোম্পানির বাজার মূল্য ছিলো তিন কোটি ১৮ লাখ রুপি। যা মুম্বাই-ভিত্তিক গাড়ি কোম্পানির সম্মীলিত বাজার মূল্যের দশমিক শূন্য এক শতাংশ।

গত বছরের ১৪ সেপ্টেম্বরের এক সভায় ইউনিট বন্ধ ও সেই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একটি লিকুইডেটর নিয়োগের প্রস্তাব পাস করে এমবিপিএলের শেয়ারহোল্ডাররা। এরপর তারা কোনো ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করেনি।

২০১৯ সালে সব ধরনের যানবাহনের বিতরণ, গবেষণা ও উন্নয়নসহ একাধিক কার্যক্রম পরিচালনার জন্য এমবিপিএল গঠিত হয়েছিলো। ইন্ডিয়া টাইমস।

স্বাআলো/এসএস

.

Author
ঢাকা অফিস