মা আমাদেরকে মানুষকে ভালবাসা আর মূল্যবোধের শিক্ষা দিয়েছেন: শেখ পরশ

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুজিব বাহিনীর স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী শহীদ আরজু মণি সেরনিয়াবাতের ৭৭তম জন্মদিন বুধবার (১৫ মার্চ)। এ উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ আরজু মণিসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবলীগ।

এতে অংশ নিয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আমার মা জানতেন, আমার বাবার প্রতি আঘাত আসতে পারে এবং একাধিক বার বাবাকে হত্যা চেষ্টাও করা হয়েছে। আমার মা সেটা বুঝতে পেরেছিলেন। আমার বাবার জীবনে সেই দুঃস্বপ্ন যেন বাস্তবে পরিণত না হয় সে জন্য তিনি সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতেন; ভয়ে ভয়ে চলতেন। এ জন্যই তিনি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় এমএ পরীক্ষা দিয়েছিলেন।

তিনি বলেন, মা আমাদেরকে মানুষকে ভালবাসা আর মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। রাতে যে গান শুনিয়ে আমাদেরকে ঘুম পাড়াতেন সেটাও ছিলো মানবতার গান। একদিন বড় হলে তোমরা মানুষের মত মানুষ হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে, মায়ের সাথে আমাদের স্মৃতি এতটুকুই। আমরা চেষ্টা করছি, মানুষের মতো মানুষ হওয়ার, দুঃখী মানুষের পাশে থাকার।

যুবলীগের চেয়ারম্যানের মাতার জন্মবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল

যুবলীগ চেয়ারম্যান বলেন, আজকে যারা মানবাধিকারের কথা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, পঁচাত্তরে আমাদের কোনো অধিকার ছিল না। কী দোষ ছিল বেবি খালার, কী দোষ ছিল আরিফ মামার, কী দোষ ছিল শেখ রাসেলের, কী দোষ ছিল আমার মায়ের। আমরা তো সেই অধিকার কোনও দিনও পাই নাই। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন বলে ২১ বছর পর গুলি, বারুদ, বোমা, হত্যাচেষ্টা, আমাদের নেতা-কর্মীদের হত্যা, তাদের ওপর অত্যাচার-জুলুমের পরেও ক্ষমতায় এসে বিচারের পথ সুগম করেন তিনি। তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা ১৫ আগস্টের বিচার পেয়েছি। ন্যায়পরায়ণতার প্রতীক শেখ হাসিনা, তার সাহসী নেতৃত্বের করণেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমাদের পরিবার সারাজীবন গণতন্ত্রের জন্যই সংগ্রাম করেছে। আজকে যারা মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে তাদের কাছে আমার প্রশ্ন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তাদের ভূমিকা কি ছিল? আমাদের অধিকার আদায়ের জন্য কি করেছেন? মানুষের মৌলিক অধিকারের মধ্যেই এগুলো পড়ে। আমরা সেই অধিকার থেকে বঞ্চিত ছিলাম।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।

স্বাআলো/এসএ