প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক তরুণকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ মার্চ) ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। এ সময় আসামি আদালতে হাজির ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোহান শেখ (২৬) পাবনার ঈশ্বরদীর ফতে মোহাম্মদপুর নিউ কলোনির বাসিন্দা।

মামলার সূত্র থেকে জানা গেছে, সোহান প্রায় ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েছিলেন। তারপর বাড়িতে বিয়ের প্রস্তাব দেন। কিশোরীর পরিবার এখনই তার বিয়ে দিতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সোহান ভুক্তভোগী কিশোরীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই ২০২০ সালের ৬ আগস্ট ঈশ্বরদী থানায় সোহানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

আইনজীবী ইসমত আরা বলেন, এ মামলার বিচার চলাকালে সোহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে একটি ধারায় দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আরেকটি ধারায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে।

স্বাআলো/এস

.

Author
রাজশাহী ব্যুরো