কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা, স্বামী-স্ত্রী আটক

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের বটির আঘাতে সাইফুল ইসলাম (৪০) নামে ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়রা মিস্ত্রিপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম একই গ্রামের সামসুল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৭) ও প্রতিবেশী মহাবুলের ছেলে সম্পদ (৭) আজ বিকেলে সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে মহাবুল ও সাইফুল ইসলাম তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মহাবুলের স্ত্রী কনা খাতুন রান্নার কাজে ব্যবহৃত একটি ধারাল বটি তার স্বামী মহাবুলের হাতে তুলে দিলে ক্ষুব্ধ হয়ে মহাবুল প্রতিপক্ষ সাইফুল ইসলামকে বটি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এসময় বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক মহাবুল (৪৫) ও তার স্ত্রী কনা খাতুনকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করে।

হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শিশুদের মধ্যে গন্ডগোলের জের ধরে ধারাল বটির আঘাতে সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় হত্যাকারী মহাবুল ও তার স্ত্রী কনা খাতুনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, কুষ্টিয়া