
বিশ্বসেরা অল-রাউন্ডার তথা বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফের বিতর্কে জড়িয়েছেন। তিনি দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের একটি সোনার দোকান উদ্বোধন করতে গেছেন। যার মালিক মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা হলেন পুলিশ কর্মকর্তা খুনের আসামি! এই ঘটনা নিয়ে যখন দেশে তোলপাড় চলছে, সেই সময় সাকিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আলোচিত ব্যবসায়ী আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া ক্রিকেটার সাকিব ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে তদন্তের স্বার্থে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, ডিবি থেকে নিষেধ করার পরও সাকিব ও হিরো আলম দুবাইয়ে গেছেন। তদন্তের প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে।
ডিবির এমন মন্তব্যের পর নিজের ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, সাকিব আল হাসান এমন একজন মানুষ সে কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারে না। কিছুদিন আগে তার সাথে সোনারগাও হোটেলে দেখা হয়েছিলো (বাংলাদেশ বনাম ভারতের সিরিজের সময়), সেখানে সে আমাকে দেখে পুলিশ এবং বিসিবির কর্মকর্তার সামনে আমাকে মারতে এসেছিলো।
সুমন আরো বলেন, ‘পুলিশসহ আরো অনেকেই আমাকে বলেছেন- থাক ভাই, বাদ দেন, সে সেলিব্রিটি মানুষ, তার কথা বলে লাভ নাই। কিন্তু সেই জুয়ার বিষয় থেকে আজকে তার দুবাইয়ে এই উদ্বোধনের ঘটনা পর্যন্ত এখন আমার কাছে মনে হয়েছে- বিদ্ধান যদি খারাপ মানুষ হয় তাহলে সে পরিত্যাজ্য। মানুষ হিসেবে সে যদি ভালো না হয় তাহলে তার ফ্যান হওয়ার সুযোগ নাই। আমাকে সে যেদিন মারতে এসেছিলো আমি কাউকে কিছু বলিনাই, আল্লাহর কাছে বিচার দিয়েছি। বাংলাদেশের ক্রিকেট ক্যাপ্টেন যদি এমন বেয়াদব হয় তাহলে বিচার দেয়ার জায়গা থাকে না।
স্বাআলো/এসএস
.
স্পোর্টস ডেস্ক
