যশোরে বঙ্গবন্ধুর জন্মদিনে যুবলীগের দোয়া মাহফিল

যশোরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকালে শহরের গাড়িখানা রোড়ে এ আয়োজন করেন যুবলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শাম্স পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন- জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, সদস্য খায়রুজ্জামান বিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ এ মাসউদ হিমেল, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক সদস্য ইকবাল হোসেন, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, যুবলীগ নেতা গাজী রায়হান মৌমন, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভিপি ওসমানুজ্জামান সাকিব, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল, শামীম আহমেদ, ছাত্রলীগ নেতা শফিক আহমেদ প্রমুখ।

এর আগে যুবলীগের নেতাকর্মীরা আনোয়ার হোসেন বিপুলের নেতৃত্বে বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

স্বাআলো/এস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর