জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত।

শনিবার (১৯ মার্চ) দুপুরে এই চিত্রনায়িকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিনের আদেশ দেন আদালত। বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন। প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার।

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শনিবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে মাহিকে গ্রেফতার করে গাজীপুর পুলিশ। তিনি ওমরাহ শেষে দেশে ফেরার পরই তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তোলা হলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

স্বাআলো/এসএ

.

Author
ঢাকা অফিস