
বাগেরহাটের মোড়েলগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ ও ডাকাতির ঘটনার অন্যতম আসামি সুজন খলিফাকে (২৮) গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬ এর আভিযানিক দল।
গোপন খবরের ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) খুলনা লবনচরা মাথাভাঙ্গা এলাকা থেকে সুজন খলিফাকে গ্রেফতার করা হয়।
সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার (১৮ মার্চ) দেয়া এক মেইল বার্তায় জানানো হয়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নিশানবাড়ীয়া ইউনিয়নের চিপা বারুইখালী গ্রামে একটি বসতবাড়ির গ্রীল খুলে ডাকাতি ও বাড়ীর গৃহবধূকে বেঁধে ধর্ষণ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে ঘরের সকলকে জিম্মি করে প্রাণনাশের ভয় দেখিয়ে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ আনুষাঙ্গিক মালামাল লুটপাট করে। ডাকাতি শেষে আসামিরা ভিকটিমের স্ত্রীকে খাটের সাথে বেঁধে পাশবিক নির্যাতন চালায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। উল্লেখিত ঘটনা কারো কাছে প্রকাশ করলে মেরে ফেলার হুমকি প্রদান করে আসামিরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি ও ধর্ষণ মামলা করেন। ঘটনাটি তখন বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ডাকাতি ও ধর্ষণের সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা সূত্রে জানতে পারে উক্ত মামালার অন্যতম আসামি সুজন খলিফা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন পূর্বে বাংলাদেশে এসেছে। উক্ত পলাতক আসামির কারণে মামলার তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটছিলো। গ্রেফতার হওয়া সুজন খলিফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ও ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে । পরে আসামিকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এসএ
.

আজাদুল হক, বাগেরহাট
