
রংপুরের পীরগাছার একটি কলাবাগান থেকে শের আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার পাওটানা রোডের ব্রাহ্মণীকুন্ডা বাজার সংলগ্ন কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শের আলী (৫৫) ওই এলাকার মৃত মানিক উল্ল্যার ছেলে। তবে এখন পযন্ত এ ঘটনার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্রাহ্মণীকুণ্ডা বাজারের পূর্বপাশের একটি কলাবাগান খেত থেকে গলাকাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পাই স্থানীয়রা। পরে সেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্তের জের ধরে শের আলীকে গলাকেটে হত্যার পর কলাবাগানে তার মরদেহ ফেলে রেখে যান প্রতিপক্ষ।
এ ব্যাপারে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
স্বাআলো/এসএস
.

হারুন উর রশিদ সোহেল, রংপুর
