যশোরে বার্মিজ চাকুসহ ৩ জন আটক

যশোরে চাঁদাবাজির অভিযোগে মামুন হোসেন (১৯), সুজন খা (২০), ও রাশেদ খা (২১) নামে তিনজন চাঁদবাজকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করাও হয়েছে দুটি বার্মিজ চাকু।

ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার কচুয়া ভাঙ্গা ব্রীজের পাশে।

আটক মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের লিটনের ছেলে, সুজন নওয়াপাড়া রোডের মৃত আজাহারের ছেলে ও রাশেদ খালধার রোডের কামল হোসেনের ছেলে।

এঘটনায় ভুক্তভোগী শহরতলির শেখহাটির আশরাফু জামানের ছেলে আরাফাত জামান বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় এক মামলা (৮২/২০.০৩.২৩) করেছেন।

বাদী তার অভিযোগে জানায়, আসামি তারা তার কাছে আগের থেকে চাঁদা দাবি করে আসছিলো।

রবিবার রাত ৯টার দিকে বাদী তার ভাইকে নিয়ে যশোর শহরে আসার জন্য রাজারহাট মোড়ে দাঁড়িয়ে ছিলো। এসময় আসামিরা বাদী ও তার ভাইকে কচুয়া ব্রীজের কাছে নিয়ে যায়। সেখানে নিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা আরাফাতের পকেটে থাকা ১১ হাজার টাকা তুলে নেয়।

এসময় বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে মামুন ও সুজনকে আটক করে। খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে খালধার রোড থেকে রাতেই রাশেদকে আটক করে পুলিশ। অপর একজনের নাম আরাফাত পলাতক রয়েছে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, এঘটনায় থানায় নিয়মিত চাঁদাবাজির মামলা হয়েছে।

স্বাআলো/এস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর