পটুয়খালীতে ওয়েভ ফাউন্ডেশনের রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ২০২৩ সালের রিজিওনাল কনফারেন্স পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালে বাস্তবতার আলোকে চিন্তা ও কাজ এবং র্গেট অর্জন নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি পালিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক নাফিসআলী সূচনা।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন- জনাব আমিরুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাববিভাগ),কফিল উদ্দীন আহম্মদ, পরিচালক (কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়নকর্মসূচি), এএফএম ইফতেখার হোসেন, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ), মনিরুজ্জামান মান্নান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, রিজিওনাল ম্যাজেনার, প্রকল্প সমন্বয়কারী, এরিয়া ম্যানেজার, ইউনিট ম্যানেজার, বিভিন্ন প্রকল্পের কারিগরি কর্মকর্তাসহ সংস্থার কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী কর্মশালায় শরিফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মনিরুজ্জামান মান্নান।

২০২৩ সালে সংস্থার সকল কার্যক্রম পরিচালনার নীতিগত দিক, লক্ষ্য ও টার্গেট, বাস্তবতার আলোকে আগামীতে দেশ, সংস্থা ও ব্যক্তিগত জীবনকে কিভাবে দেখি ও দেখতে চাই বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে বিস্তারিত আলোচনা করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন মহসিন আলী।

সংস্থার ৫ম কৌশল গত পরিকল্পনা এবং Result Based Management-RBM জইগ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন উপ-নির্বাহী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন নাফিসা আলী সূচনা। সংস্থার ঋণ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিচালক (কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি) কফিল উদ্দীন আহম্মদ।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী