সাতক্ষীরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

ফাইল ছবি

সাতক্ষীরায় দুই পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে সবুজ হোসেন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয় দুই পথচারী।

সোমবার (২০ মার্চ) রাত ১১ টার দিকে সদর উপজেলার ব্যাংকদহা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

নিহত মটরসাইকেল চালক সবুজ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

নিহতের খলাতো ভাই সাইফুল ইসলাম জানান, সবুজ সোমবার রাত ১১টার দিকে ব্যাংকদহা বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ব্যাংকদহা ব্রিজ সংলগ্ন এলাকায় দুই পথচারীকে ধকা মারে। এতে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যায়। এঘটনায় গুরুতর আহত দুই পথচারীকে উদ্ধার করে সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকায় ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা