
বিশ্বকাপ ব্যর্থতার পর অবশেষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ২৫ মার্চ রাত ৪টায় প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি তারা। ম্যাচটিতে ইনজুরির কারণে থাকবেন না নেইমার জুনিয়র। এবারের কাতার বিশ্বকাপে চমক দেখিয়েছে মরক্কো। হেভিওয়েট দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে খেলেছে তারা।
প্রথম অ্যাসাইনমেন্টের আগে মেনেজেসের দুশ্চিন্তা বলতে নেইমারের না থাকা। এ ছাড়া ইনজুরির কারণে নেই মার্কুইনহোস এবং রিচার্লিসনও। তবে সেসব নিয়ে ভাবছেন না র্যামন। বয়সভিত্তিক দল থেকে আসা তরুণদের ওপরেই ভরসা রাখছেন তিনি। আর তরুণ ফুটবলাররা জাতীয় দলে খেলতে পারেবন বলে আনন্দ প্রকাশ করেছেন।
ফরোয়ার্ড ভিটর রক বলেন, এটি স্বপ্নের মতো। যাদের আমি টেলিভিশনে দেখেছি কিছু দিন আগেও এখন তাদের সঙ্গে খেলব। ড্রেসিং রুমে যেতে প্রথমদিনে ভয় পেয়েছিলাম। কিন্তু রদ্রিগো, ভিনি, মিলিতাও সবাই আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। তাদের কাছ থেকে আমার অনেক কিছু শিখতে হবে।’
মিডফিল্ডার আন্দ্রে বলেন, ‘বিশ্বকাপ এখন অতীত। আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। নতুন একটা মিশনের শুরু হয়েছে। কে কোন ক্লাবে খেলে, কে কত বড় ফুটবলার কিছুই এখানে মুখ্য নয়। আমরা সবাই ব্রাজিলের সম্মানের জন্য খেলব।’
অন্যদিকে গুঞ্জন রয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচ দেখতে যাবেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের বড় কর্তারা। পরে কার্লো আনচেলোত্তির সঙ্গে দেখা করতে যাবেন সিবিএফ বস রদ্রিগেজ। সেখানেই তাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হতে পারে ব্রাজিলের দায়িত্ব নিতে।
স্বাআলো/এসএস
.
স্পোর্টস ডেস্ক
