যশোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যশোরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব, দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে কাজী নাবিল আহমেদ মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়ার শপথ অনুরোধ জানান।

তিনি বলেন, শান্তি, স্বস্তি, প্রগতি ও উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশের সম্মান টিকে থাকবে।

রবিবার (২৬ মার্চ) যশোর টাউনহল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

তিনি আরো বলেন, শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে দেশবাসীর জীবন-জীবিকা অক্ষুন্ন আছে। অনেক ভাল দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক ভাল। বিএনপি দেশের ভাল মনে-প্রাণে মেনে নিতে পারছে না। দেশকে বিপদগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র নিত্য নতুন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপির কাছে পাকিস্তানই ভাল ছিলো। তাই বিএনপির মিথ্যা প্রলোভনে কেউ পা দেবেন না। দেশের স্বার্থে সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন।

জেলা প্রশাসনের আয়োজনে এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম ও মুজাহারুল ইসলাম মন্টু।

অনুষ্ঠান থেকে যশোরের মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যদের তিনি সংবর্ধনা জানান।

স্বাআলো/এসএস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর