চৌগাছায় মহান স্বাধীনতা দিবসে আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

যশোরের চৌগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে র‌্যালি করে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপাতি বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এবিএম আহসানুল হক আহসান।

অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রাজ, কাউন্সিলর আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক তবিবর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুবুল আলম রিংকু, সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলু, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি ও চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনসহ দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

.

Author
আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
উপজেলা প্রতিনিধি