বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য নিয়মে ও মর্যাদায় বাগেরহাটে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে শহরতলীর দশানী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাগেরহাট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান। পরে রাজনৈতিক দলসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দেয়। শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানোর পর বাগেরহাট স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচ কাওয়াজে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। এ সময় পুলিশ সুপার কেএম আরিফুল হক উপস্থিত ছিলেন। জেলার ন্যায় সকল উপজেলায়ও অনুরুপ ভাবে মহান স্বাধীনতা দিবস উযযাপন করা হয়।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি