যশোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যশোর শিক্ষাবোর্ড ও সরকারি এমএম কলেজেসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকালে এ আয়োজন করা হয়।

যশোর শিক্ষাবোর্ডে এতে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মদন মোহন দাস ও সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির। হিসাব বিভাগের উপ-পরিচালক ড. রফিকুল ইসামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান।

যশোর সরকারি এমএম কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক এসএম শফিকুল ইসলাম।

সহকারি অধ্যাপক শাহজান কবিরের সঞ্চলনায় অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর জিল্লুর বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারতী রানী হালদার, সহকারি অধ্যাপক শাহাদাৎ হোসেন ও প্রভাষক অনুপ কুমার দত্ত।

যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অন্ড কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম।

যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন প্রভাষক জসিম উদ্দিন।

যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান, সহকারি প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল উদ্দিন।

স্বাআলো/এস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর