
যশোরে মহান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। রবিবার (২৬ মার্চ) সকালে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় তার সাথে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুব মহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, কাউন্সিলর মোকছিমুল বারী অপু প্রমুখ।
এরপর জেলা যুবলীগের নেতাকর্মীদের সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা যুবলীগ নেতা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
এ সময় তার সাথে ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, সদস্য এসএম রবি সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক পরিবেশ সম্পাদক সুমন অধিকারী, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল প্রমুখ।
স্বাআলো/এস
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
