কালীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে তত্তিপুর ও মঙ্গলপৌতা বাজার এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মুক্তি বিশ্বাস (৪৫) ও জাহিদ শেখ (৩২) নমে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বিষয়চি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মুক্তি বিশ্বাস উপজেলার তত্তিপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে এবং জাহিদ শেখ মঙ্গলপৈতা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

এসআই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে তত্তিপুর বাজার এবং মঙ্গলপৌতা বাজারে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে এদিন তত্তিপুর বাজারে অভিযান চালিয়ে মুক্তি বিশ্বাস নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এরপর একই উপজেলার মঙ্গলপৈতা বাজারে অভিযান চালিয়ে জাহিদ শেখ নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ