
সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্র সমাজ’র ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠান করা হয় রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে। রমজানের মধ্যে শেষ বিকেলে অনুষ্ঠানের উদ্বোধনের পর সবাইকে নিয়ে ইফতার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ইফতার শেষে মাগরিবের নামাজে ইমামতি কে করবেন? শেষমেষ ইমামতি করতে দাঁড়িয়ে যান স্বয়ং জাপা চেয়ারম্যান। তার ইমামতিতে নামাজ সারেন দলের সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা।
নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মুনাজাত করেন জিএম কাদের। এসময় তার নামাজের তেলাওয়াত নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন নেতাকর্মীরা।
জাপা চেয়ারম্যানের ইমামতি করানোর একাধিক ছবি ফেসবুকে পোস্ট করে তার প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী লিখেছেন, নেতা অর্থ ইমাম। তিনিই প্রকৃত নেতা যিনি রাজনীতির মাঠে নেতৃত্ব দেবেন আবার নামাজের জামায়াতেও ইমামতি করবেন। সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলে ইফতার শেষে রোজাদারদের মাগরিবের জামায়াতে ইমামতি করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
এর আগে ওয়েব সাইট উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর চিফ অব পার্টি ডানা এস ওল্ডস, ডেপুটি চিফ অব পার্টি লেজলী রিচার্ড, ইউএসএআইডির পলিটিক্যাল এডভাইজার লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডিরেক্টর আব্দুল আলম, ডিরেক্টর লিপিকা বিশ্বাস, শাম্মী লইয়া ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, রেজাউল ইসলাম ভূঁইয়া, সংসদ সদস্য নাজমা আকতার, জহির উদ্দিন জহির, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, সংসদ সদস্য রওশন আরা মান্নান, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, এইচএম শাহরিয়ার আসিফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দের মধ্যে ডিজিটাল আইডি কার্ড বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
স্বাআলো/এসএ
.
ঢাকা অফিস
