
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা সদরের শহিদ সেলিম স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের সময় এক অপ্রীতিকর ঘটনা ঘটে।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মাইকে সংগঠনের নাম ঘোষণার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুশফিকুর রহমান।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি লুত্ফুল আজাদ সোহান শিক্ষা কর্মকর্তাকে ‘ভাই’ সম্বোধন করে জানতে চান যে, তাদের সংগঠনের নামটি কখন ঘোষণা করা হবে। এতেই শিক্ষক নেতার প্রতি তিনি ক্ষিপ্ত হন এবং তার প্রতি মারমুখী আচরণ করেন। বিষয়টি উপস্থিত সকলের দৃষ্টিগোচর হয় এবং সকলেই এতে ক্ষুব্ধ হন।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, পরে ইউএনও ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।
কুলিয়ারচরের ইউএনও সাদিয়া ইসলাম লুনা রাত ৯টার দিকে জানান, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানের ঘোষক ও শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’র সৃষ্টি হয়েছিলো। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান হয়।
স্বাআলো/এসএ
.
ঢাকা অফিস
