৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন খবরের ভিত্তিতে রবিবার (২৬ মার্চ) রাতে পটুয়াখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের শহিদুল ইসলামের বাড়ির সামনে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি দেখে দৌঁড়ে পালানোর সময় সেলিম সিকদার (৫০) ও হোসনেয়ারা বেগমকে (৪০) আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে একজন পেশায় গৃহিনী এবং অন্যজন কৃষক হলেও মাদকই তাদের ব্যবসা। তাদের কাছ থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা ক্রয়-বিক্রয়ের নগদ-১৮ হাজার ৮০১ টাকা, একটি মোবাইল ফোন, দুইটি সীম উদ্ধার করা হয়। আটককৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে তারা জানান।

জব্দকৃত গাঁজার বাজার মূল্য অনুমানিক ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। ধৃত আসামিরা পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছেন। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদেরকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। আসামিদের বাড়ি গলাচিপা উপজেলার ছোট শিবা এলাকায়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী