
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
রাতের আঁধারে অবৈধভাবে সরকারি পাহাড় কাটার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন- উখিয়ার ১-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও ১৭ নম্বর ক্যাম্পের সুলতান আহমদের ছেলে নুরুল কবির (২৬)।
ঘটনার বিবরণ দিয়ে বন বিভাগের উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম বলেন, আমাদের অজান্তে পাহাড় কাটা হয়। ওই পাহাড়ে অবৈধভাবে বসবাসকারী টুনা মিস্ত্রী, নেছার আহমদ, মনজুর আলমসহ আরো কয়েকজনের সিন্ডিকেট বিশাল পাহাড়টি কেটে মাটি বিক্রি করে। তিনি জানান, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলাও রয়েছে।
স্থানীয় রাজা পালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পাহাড়ের কিছু অংশের জমি ব্যক্তি মালিকানাধীন বলে স্থানীয়ভাবে প্রচার রয়েছে। এমনকি দখলদার দাবিতে কয়েক ব্যক্তি পাহাড়টি গোপনে কাটছিলো। তিনি বলেন, কয়েক একর জমি বিশিষ্ট পাহাড়টি এক দিনে কাটা হয়নি। এটি দীর্ঘ পাঁচ-ছয় মাস ধরে কাটা হচ্ছিলো।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের মরদেহ উখিয়া থানায় আনা হয়েছে। এখান থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
স্বাআলো/এস
.
জেলা প্রতিনিধি, কক্সবাজার
