
ঈদের বাজারে পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানায় সংস্থাটি।
ভোক্তা অধিদফতরের মহাপরিচালক বললেন, বাজারে অনিয়ম হলে ‘মার্কেট কমিটি’ বাতিলের সুপারিশ করা হবে। বিক্রয় কর্মীদের আচরণ আরো মার্জিত করার আহবান জানান তিনি।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বিক্রেতাদের উদ্ধত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নশীল দেশে এসব মেনে নেয়া হয় না। কোনো পোশাকের চাহিদা বাড়লে তার মূল্য যেন সকাল-বিকাল বাড়িয়ে দেয়া না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইচ্ছেমতো দাম হাকানোর প্রবণতায় এ সময় লাগাম টানার আহবান জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
এ সময় জানানো হয়, মূল্য পরিস্থিতি তদারকি করার জন্য বাজার কমিটিগুলোকে চিঠি পাঠাবে এই সংস্থা। সারাদেশে পোশাক ব্যবসায়ীদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করা হবে।
স্বাআলো/এসএস
.
ঢাকা অফিস
