
পাকিস্তানে একটি ফ্যাক্টরিতে রমজান উপলক্ষে বিনামূল্যের খাদ্য বিতরণ কেন্দ্রে পণ্য নিতে গিয়ে সৃষ্ট বিশৃঙ্খলায় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। বিপজ্জনক ভিড় এড়াতে কর্তৃপক্ষ রমজান খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেয়ার একদিন পরে শুক্রবারের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত সাত জন।
শুক্রবার (৩১ মার্চ) দেশটির করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।
সেখানে এখন উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারী। তারা জানিয়েছেন, পণ্য বিতরণ কেন্দ্রের পাশে থাকা একটি নালাতে পড়ে যান নারী ও শিশুসহ অসংখ্য মানুষ। তখন একে-অপরের উপর চাপা পড়েন। এছাড়া একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, ওই নালার ওপর একটি বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে। এতে অনেকে বিদ্যুস্পৃষ্ট হন।
এ দুর্ঘটনার পর নিহতদের মরদেহ করাচির বালদিয়া শহরের আব্বাসী শাহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তাদের কাছে ৯টি মরদেহ নিয়ে আসা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরো ছয়জনকে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
অপরদিকে দু’টি মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শহরের সরকারি হাসপাতালে। এতে করে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, যে ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রতি বছর রমজান মাস উপলক্ষ্যে বিনামূল্যের পণ্য ও যাকাত বিতরণ করা হয়। এর অংশ হিসেবে এবারো অসহায়দের ডাকা হয়েছিলো।
পুলিশ জানিয়েছে, যাকাত ও পণ্য নিতে সেখানে অসংখ্য মানুষ জড়ো হন। ওই সময় ফ্যাক্টরির নালায় পড়ে যান অনেকে। নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে নালায় পড়েই। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
করাচির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরো বাড়বে।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
স্বাআলো/এসএস
.
আন্তর্জাতিক ডেস্ক
