যশোরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ডাক্তার আটক

যশোরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুদীপ্ত হাসান দ্বীপ (২৮) নামে একজন এমবিবিএস ডাক্তারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) কোতোয়ালি থানার এসআই শরিফ আল মামুন তাকে শহরের জেল রোড থেকে আটক করেন।

আটক সুদীপ্ত হাসান দ্বীপ যশোর শহরের পুরাতন কসবা, ঢাকা রোড এলাকার তৈবুর রহমানের ছেলে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অভিযোগ করে জানায়, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে তার সাথে পরিচয় ঘটে। পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব এবং প্রেম । এরপরে সুদীপ্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যশোর শহরের পালবাড়ি, সিলেটসহ বিভিন্ন জায়গায় নিয়ে আমাকে ধর্ষণ করেছে। একাধিকবার তাকে বিয়ের কথা বল্লে উল্টো আমার চরিত্র হরণ করে। আমি কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ করি।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা (নং ১৪/০৪.০৫.২৩) হয়েছে । আসামিকে আদালতে পাঠানো হবে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর