জীবন গঠনে কবিতা, নাটক ও উপন্যাস চর্চার কোনো বিকল্প নেই

যশোর জিলা স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মে) প্রতিষ্ঠানের শিক্ষক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও সহকারী শিক্ষক লক্ষণ কুমার বিশ্বাস। আলোচনা সভার পর কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জীবন গঠনে কবিতা, নাটক ও উপন্যাস চর্চার কোনো বিকল্প নেই।

এছাড়া বক্তারা বিশ্বকবিকে হৃদয়ে ধারণ করার আহবান জানান। সেইজন্য বিশ্বকবির লেখা বই পড়ার তাগিদও দেন।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর