
যশোরে কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে মারধর করেছেন আরতি রানী ঘোষ নামের এক নারী আইনজীবী। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
আজ বুধবার (১০ মে) সকালে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
যশোরে সেই আইনজীবীর শাস্তির দাবিতে মানববন্ধন
সেখানে তিনি লেখেন, রেগে গেলেন তো হেরে গেলেন। আইনজীবীদের যে হাত আর মুখ নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কথা, সেই হাত আর মুখ নিরীহ মানুষকে নির্যাতন করে কীভাবে? একজন আইনজীবী হিসেবে আমি লজ্জিত। উক্ত আইনজীবীকে শোকজ করায় ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী সমিতিকে।
এর আগে ৭ মে সকালে যশোর আদালতের সামনে শেখ মুজিবুর রহমান সড়কে (মুজিব সড়ক) আইনজীবী আরতি রানী ঘোষ এক রিকশাচালককে মারধর করেন। মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
৬ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরা আরতি রানী ঘোষ রিকশাচালককে জামার কলার ধরে রিকশা থেকে নামিয়ে একের পর এক চড় মারছেন। মারতে মারতে তাকে রিকশার চাবি নিয়ে পৌরসভায় যেতে বলেন। রিকশাচালককে পৌরসভায় নিয়ে তার লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে দেখা যায়। এসময় রিকশাচালক হাত উঁচু করে মাফ চান। এতে ওই নারী আইনজীবীর মন গলতে দেখা যায়নি। বরং তিনি আরো চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। এসময় সড়কের পথচারীরা তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন।
ভিডিওতে অপর এক পথচারীর মুখে শোনা যায়, ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারী এগিয়ে এসে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এসময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।
এ ঘটনায় আরতি রানী ঘোষকে কারণ দর্শাতে বলা (শোকজ) হয়। মঙ্গলবার (৯ মে) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা সই করা নোটিশটি পাঠানো হয় আরতি রানীর বাড়িতে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
মারপিটের বিষয়ে আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি আদালত থেকে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে মারধর করেছেন।
উত্তেজিত হয়ে এ কাজ করেছেন বলে দাবি করেন তিনি।
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক বলেন, আরতি রানী ঘোষ যে ঘটনা ঘটিয়েছেন তা আইনজীবী সমিতির গঠনতন্ত্র পরিপন্থি। এ কারণে তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবী আরতি রানী ঘোষ শহরের আম্বিকা বসু লেনের মৃত নীলরতন ঘোষের স্ত্রী।
স্বাআলো/এসএ
.
