
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া মহাশ্মশান আধুনিকায়ন ও অবকাঠামো সুবিধা বৃদ্ধি প্রকল্পের আওতায় শ্মশান চত্বরের সুরক্ষায় প্রাচীরের নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ।
বৃহস্পতিবার (১১ মে) সকালে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মহাশ্মশানের সীমানা প্রাচীর নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। পুরোনো এই শ্মাশানটিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন মারা গেলে তাদের সৎকার করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ উক্ত মহাশ্মশান চত্বরের সার্বিক উন্নয়নের জন্য যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের মাধ্যমে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।
নির্মাণ কাজ উদ্বোধনকালে রূপদিয়া সার্বজনীন কালী মন্দির কমিটির উপদেষ্টা সাধন দাস, সভাপতি শংকর রাহা ও সাধারণ সম্পাদক দীপঙ্কর ভৌমিক এবং নরেন্দ্রপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
নিজস্ব প্রতিবেদক, যশোর
