
ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদ পানে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩০ জন। সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মৃতদের মধ্যে তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় সাতজন এবং চেঙ্গালপট্টু জেলায় চারজন মারা গেছেন। অবৈধ মদ সরবরাহের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আরো অভিযুক্তদের খোঁজে বিশেষ অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল মিথানলের সঙ্গে অবৈধ অ্যালকোহল মিশিয়ে সেবন করায় তার মৃত্যু হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, মদ্যপানের কারণে যারা মারা গেছেন তাদের পরিবারকে ১০ লাখ টাকা এবং চিকিৎসাধীনদের ৫০ হাজার টাকা দেয়া হবে।
স্বাআলো/এস
.
Author
আন্তর্জাতিক ডেস্ক
