তেল-চিনি-চালসহ ১০ পণ্যের বাড়তি দামে দিশেহারা ক্রেতারা

ঈদের পর থেকে নওগাঁর আত্রাই উপজেলার বাজারগুলোতে সব নিত্যপণ্যের দাম বাড়তি। এর মধ্যে ১০ পণ্য-চাল ভোজ্যতেল, চিনি, ডিম, আলু, পেঁযাজ, আদা, রসুন, মাংস ও সব ধরনের সবজির বাড়তি দামে দিশেহারা ক্রেতারা।

ভোজ্যতেলের দাম বাড়িয়ে নির্ধারণ করা হলেও সেই দামেও বিক্রি হচ্ছে না। কারসাজি করে ১০-২০ টাকা কেজি দরে বাড়িয়ে চিনি ১৪০ টাকা করা হলেও বাজারে পণ্যটি মিলছে না।

প্রতি কেজি আলুর দাম ৪০ ও পেঁয়াজ কিনতে ক্রেতার ৭০ টাকা বাড়তি ব্যয় করতে হচ্ছে।

এ ছাড়া ৬০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর মাংস এখন ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ফলে এসব পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। সোমবার (১৫ মে) উপজেলার সাহেবগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজার ও নওগাঁ জেলার বৃহৎ ভোগ্যপণ্য বাজার সমসপাড়া, বান্দাইখাড়াহাট বাজার ঘুরে ক্রেতারে সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, নওগাঁ