
বাগেরহাটের রামপাল উপজেলা পল্লীতে বাড়িতে ডেকে নিয়ে একজন হিন্দু নারীর কান ছিড়ে সোনার দুল কেড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৫ মে) সকালে এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বীতিকা রানী বালা (৪৫) নামের ওই নারীকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় অভিযোগ দায়ের হয়েছে।
ওই অভিযোগে জানা গেছে, উপজেলার বড় নবাবপুর গ্রামের রমেশ বালার স্ত্রী বীথিকা বালার সাথে প্রতিবেশী ইব্রাহিম ও তার স্ত্রীর সাথে সোমবার সকল ৯টার দিকে ধান নাড়া নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম বীথিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখে এবং মারপিট করে আহত করেন। এক পর্যায়ে ইব্রাহিম ওই গৃহবধূর কানের দুল ছিড়ে নেয়। এতে সে গুরুতর আহত হন।
এ বিষয়ে রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, ধান নাড়াকে কেন্দ্র করে বিরোধ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ফয়লাহাট ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এসএস
.

আজাদুল হক, বাগেরহাট
