বাগেরহাটে আম গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

লাশের ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে সোমবার দুপুরে (১৫ মে) আমগাছ থেকে পড়ে কুদ্দুস মোল্লা (৬২) নামের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গাছে উঠে আম পাড়ার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শিক্ষকের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল মোল্লা জানান, তার ভাই অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুল শিক্ষক কুদ্দুস মোল্লা সোমবার দুপুরের দিকে গাছে উঠে আম পাড়ছিলো। এ সময় হঠাৎ করে পা পিছলে তিনি নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি উপজেলার ৭৪ নং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বালেন, গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি