
ঢাকায় বিদেশি মিশনসমূহের কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে বাড়তি প্রটোকল সুবিধা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৫ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
যদিও প্রটোকল প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, প্রটোকল প্রত্যাহারের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। বিদেশি মিশনসমূহের রাষ্ট্রদূত বা হাইকমিশনারের প্রটোকল এখনো আছে।
স্বাআলো/এসএস
.
Author
ঢাকা অফিস
