
বাগেরহাট সড়ক বিভাগের কতিপয় অসাধু কর্মচারীর অনৈতিক সহযোগিতায় অধিগ্রহনকৃত জমিতে একের পর এক অবৈধ স্থাপনা নির্মাণ কাজ করছে বলে অভিযোগ উঠেছে।
বাগেরহাট সড়ক বিভাগের ফকিরহাট উপজেলাধিন কাটাখালী জাতীয় সড়কের অধিগ্রহণকৃত জমিতে স্থানীয় আজিজুল হক মাতুব্বর সিরাজুল ইসলাম নামে দুই ভূমিদস্যু সম্প্রতি স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। জাতীয় সড়কের পাশে সরকারী জায়গায় ভাড়া দেয়ার লক্ষ্যে প্রকাশ্যভাবে ঘর নির্মাণ করার বিষয়টি এলাকাবাসী জানতে চাইলে আজিজুল ও সিরাজুল তাদের জানায় সড়ক বিভাগ থেকে অনুমতি নিয়ে এ ঘর নির্মাণ করা হচ্ছে। অভিযোগ উঠেছে সড়ক বিভাগের কতিপয় অসাধু কর্মচারী অনৈতিক সুবিধা নিয়ে এ ঘর নির্মানে নেপথ্যে থেকে সহযোগিতা করছে অবৈধ দখলদারদের। শুধু আজিজুল ও সিরাজুল ইসলাম নয় আরো অনেকে সড়কের জায়গায় ঘর তুলে ভাড়া দেয়াসহ বাধাহীনভাবে ব্যবসা করছে। স্থানীয়রা আজিজুল মাতুব্বর সড়কের জায়গায় বে-আইনীভাবে ঘর তোলার বিষয়ে সড়ক বিভাগের বাগেরহাট জেলা অফিসে খোঁজ নিয়ে জানতে পারে সড়ক বিভাগ থেকে তাদের কোন অনুমতি বা লীজ দেয়া হয়নি। এক পর্যায়ে ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কোমড়া এলাকার ইস্রাফিল শেখ এ বিষয়ে রবিবার বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অবৈধ দখলদারদের বিরুদ্ধে। আর এ অভিযোগ পেয়ে সড়ক বিভাগ থেকে সোমবার (১৫ মে) বেলা ১১টার দিকে কাটাখালী জাতীয় সড়কের পাশে নির্মাণাধীন আজিজুল মাতুব্বর ও সিরাজুল ইসলামের স্থাপনা অপসারণ করে দিয়েছে।
অবৈধ স্থাপনা নির্মাণ ও অভিযোগ বিষয়ে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন সোমবার দুপুরে এ প্রতিবেদক বলেন অভিযোগ পেয়ে আমরা ওই অবৈধ স্থাপনা অপসারণ করেছি। আর সড়ক বিভাগের কেহ এ অবৈধ স্থাপনা নির্মাণে সহযোগিতা করে থাকে সেটি জানতে পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া আগামী জুন মাস নাগাদ আমরা বাকী অবৈধ স্থাপনা আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করব।
স্বাআলো/এসএস
.

আজাদুল হক, বাগেরহাট
